পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঢাকা থেকে প্রকাশিত ৩৭ বছর ধরে জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর বিরুদ্ধে অভিযোগ- এক ঠিকাদারের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং ভয়ভীতি দেখানো একটি মিথ্যা মামলার জামিন চাইতে গিয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। কিন্তু সেই আবেদন নামঞ্জুর করে আদালত।
শামসুল হক দুররানীর কারাদণ্ডের ঘটনায় তীব্র নিন্দা-উদ্বেগ জানিয়েছে প্রেস ক্লাব পীরগঞ্জ। পৌর শহরের পূর্ব চৌরাস্তায় প্রেস ক্লাবের কার্যালয়ে সোমবার সন্ধ্যায় এ ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী,ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান মানিক অবিলম্বে সাংবাদিক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এ ধরনের নিপীড়ন সাংবাদিকের তথ্য অধিকারই খর্ব নয়,এটি মুক্ত সাংবাদিকতায় অন্তরায়। এভাবে কালাকানুন করে গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিক হত্যা-নির্যাতন,হামলা-মামলা, গ্রেফতার অব্যাহত থাকলে গণমাধ্যম তার অস্তিত্ব হারাতে বসবে।
এ ঘটনাকে ‘স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকিস্বরূপ’ উল্লেখ করে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাংবাদিক শামসুল হক দুররানীরকে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও করেছেন
উল্লেখ্য মামলাটি দায়ের করেন জামালপুরের ঠিকাদার রাজিবুল ইসলাম। আদালতের নথি অনুসারে, কাজের ওপর ‘ঝামেলা’ তৈরি হয়েছিল; এরপর এক ফোনকল, তারপর সাভার বাসস্ট্যান্ডে সাক্ষাৎ- আর সেখানেই নওরোজ সম্পাদক টাকা দাবি করার অভিযোগে মামলা হয়েছে।