ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণটি আগের দিন বুধবার বাংলাদেশ টেলিভিশন ও বেতার রেকর্ড করেছে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং কমিশনের জরুরি বৈঠকের পর তপশিল ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। রেওয়াজ অনুযায়ী দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তপশিল ও নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করেন সিইসি ও কমিশনাররা। রাষ্ট্রপতি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
ভোটের সম্ভাব্য তারিখ
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, তপশিলে ভোটের তারিখসহ সব বিস্তারিত সময়সূচি থাকবে। সম্ভাব্য ভোটের তারিখ ৮ বা ১২ ফেব্রুয়ারি।
বঙ্গভবনে বৈঠক
বুধবার দুপুরে সিইসি ও চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টার বৈঠকে তারা রাষ্ট্রপতিকে নির্বাচনী প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, সদস্য সংখ্যা, ব্যালট পেপারের নকশা ও রং, এবং পোস্টাল ব্যালট বিতরণের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন।
সিইসির ভাষণ রেকর্ড
বৈঠক শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফিরে আরেক দফা বৈঠক করেন কমিশন সদস্যরা। বিকেল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করা হয়। পরে কমিশনাররা সাংবাদিকদের তপশিল ঘোষণার প্রস্তুতি সম্পর্কে জানান।
তপশিলের পর অনুমোদনহীন সমাবেশে কঠোর ব্যবস্থা
তপশিল ঘোষণার পর অনুমোদনহীন সমাবেশ, মিছিল বা আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় অবৈধ কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তায় সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।