বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের দুর্নীতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হলে বিএনপিই তা সবচেয়ে কার্যকরভাবে করতে পারে। অতীতে দলটি ক্ষমতায় থাকাকালে যেভাবে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রেখেছিল, ভবিষ্যতেও তেমন ভূমিকা রাখতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘৭ দিনব্যাপী কর্মসূচি : বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, বিএনপি সরকার দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন বাহিনী গঠন করেছিল, যা পরবর্তীতে স্বৈরাচারী শাসকরা রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করেছে। তারেক রহমানের দাবি, জনগণের স্বার্থে দুর্নীতি ও আইনশৃঙ্খলার সংকট মোকাবিলা করতে হলে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে।