• ১১ই ডিসেম্বর, ২০২৫
  • ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২
  • ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৭
  • এখন সময়, রাত ৮:১২

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

অনলাইন ডেস্ক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন উড়ানো, র‌্যালি, দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন ও দুদক পতাকা উত্তোলন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন, পীরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাকিম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক, সহ সভাপতি মফাকখারুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, মিরাজুল ইসলাম, লায়লা পারভীন, আমজাদ হোসেন লিটন প্রমূূূখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহকারি কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবীর, কৃষি অফিসার নাজমুল হোসেনসহ সরকারি কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিএনসিসি, গার্লস গাইড এবং স্কাউটস সদস্যসহ সাধারণ মানুষ অংশ নেন।